অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

Bangla Radio 10 views
অসমের বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ধীরে ধীরে পানি নামলেও দুর্দশার অন্ত নেই সাধারণ মানুষের।

জানা যাচ্ছে, গত শনিবার পর্যন্ত অন্তত ২.৭৭ লাখ মানুষ বন্যা দুর্গতদের তৈরি ক্যাম্পে গিয়ে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি জানা যাচ্ছে, আসামের কাছাড়ে বন্যার কারণে আরও একজনের মৃত্যু হয়েছে। আসাম রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্তৃপক্ষের তরফ থেকে জানা যাচ্ছে, আসামের অন্তত ২৭ টি জেলায় ২২ লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত। উপরন্তু ব্রহ্মপুত্র এবং যথাক্রমে তিনটি উপনদী কপিলি,ডিসাং এবং বুড়িদিহিং বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে জানা যাচ্ছে। #

Add Comments