ইরানের নিজস্ব ভ্যাকসিনের ব্যাপকহারে গণপ্রয়োগ শুরু

Bangla Radio 35 views
ইরানের বিভিন্ন শহরে ব্যাপক ভাবে ইরানি ভ্যাকসিন 'বারকাত'এর গণপ্রয়োগ শুরু করেছে ইরানি সরকার।

এরিমধ্যে ইরানের ৭০ লাখ মানুষের মধ্যে টিকাদান সম্পন্ন করা হয়েছে।  ইরানের করোনাভাইরাস দমন বিষয়ক জাতীয় টাক্সফোর্সের মুখপাত্র আলিরেজা রায়েইসি জানিয়েছেন, দেশব্যাপী ৮১ লাখের অধিক করোনাভাইরাসের ভ্যাকসিন ইরানের স্বাস্থ্য খাতকে দেয়া হয়েছে। আর ৭০ লাখ ইরানি ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে।# 

Add Comments