করোনা রোগীদের জন্য বিশেষ ফার্মেসির ব্যবস্থা করল ইরান

Bangla Radio 31 views
ইরানি সেনাবাহিনীর সহযোগিতায় করোনা রোগীদের জন্য বিশেষ ফার্মেসির ব্যবস্থা করল ইরানের নয়াসরকার। আজ সকালে এ ফার্মেসির উদ্বোধন করা হয়।

করোনা রোগীদের সহযোগিতায় তাদের পাশে থাকার জন্য, সামাজিক দূরত্ব  ও ভিড় কমানোর জন্য ইরানের নয়া সরকার এ ব্যবস্থা গ্রহণ করেছে। 
গত সপ্তাহে বিশেষ করে ফার্মেসিগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ ভিড়ের কারণ সন্ধানে ইরানের নয়া প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে ফার্মেসিতে যান এবং জনগণের সমস্যাগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এরপরেই এদেশের সেনাবাহিনী দ্রুত কাজ শুরু করে এবং বিশেষ করে করোনা রোগীদের জন্য বিশেষ ফার্মেসি স্থাপন করে, যা আজ উদ্বোধন করা হয়।#

Add Comments