আইআরআইবি'র প্রধান হিসেবে নিয়োগ পেলেন ড. জেবেলি

Bangla Radio 27 views
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. পেইমান জেবেলি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বুধবার) তাঁকে নিয়োগ দেন।

ড. জেবেলি গত কয়েক বছর ধরে আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা এক বার্তায় ড. জেবেলিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আইআরআইবি’র প্রধান হিসেবে আলী আসগারির মেয়াদ শেষ হওয়ায় আপনাকে নিয়োগ দিচ্ছি। আলী আসগারি এই প্রতিষ্ঠান পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেছেন। ধর্মীয় ও বিপ্লবী যোগ্যতা এবং এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে পরিচালনার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কারণে এই পদে নিয়োগ দেওয়া হলো।’

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, ‘জাতীয় গণমাধ্যম হচ্ছে জনসচেতনতা ও জ্ঞান বৃদ্ধির সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিকৃতি ও উসকানি মোকাবেলার প্লাটফর্ম, সৌন্দর্য ও শিল্পের প্রভাব সবার জন্য উপভোগ্য করে তোলার ক্ষেত্র এবং আশা জাগ্রত করার কেন্দ্র।’

সর্বোচ্চ নেতা তাঁর বার্তায় বিদায়ী প্রধান আলী আসগারিকে ধন্যবাদ জানান এবং ড. জেবেলির জন্য সার্বিক সাফল্য কামনা করেছেন।# 

Add Comments